ঢাকা : বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আদালতের বিরুদ্ধে হরতাল ডেকে জামায়াত-বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, ‘এ হরতাল সরকারেরর বিরুদ্ধে নয়, আদালত ও সংবিধানের বিরুদ্ধে। জামায়াত বিএনপি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।’ s
বুধবার জাতীয় প্রেস কাবের হলরুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘অপপ্রচার ও ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের চেতনাকে বাধাগ্রস্ত করা যাবে না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, যারা দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা অন্যায়ভাবে ইন্টারনেটে বিদেশী বিভিন্ন ছবি বাংলাদেশী বলে প্রচার করে জনগনের মাঝে বিভ্রান্তি ছাড়াচ্ছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। বিরোধী দল সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে তার জবাব দিতেই বিলবোর্ডের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশানা সম্পাদক বলেন, আমরা বিলবোর্ড কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে বিলবোর্ড লাগিয়েছিলাম। আমাদের বিলবোর্ডে উন্নয়নের কথা থেকে শুরু করে দাঁড়ি-কমার কোনো ভুল আছে কিনা পারলে তা প্রমাণ করুন। শুধু ঢাকা শহরে নয় সারা দেশে উন্নয়নের বিলবোর্ড লাগানো হবে বলেও জানান মন্ত্রী। মানবাধিকারের নামে মিথ্যাচার করলে আইনি ব্যবস্থা নেয়া হবে জানিয়ে কামরুল ইসলাম বলেন, একশ্রেণীর মানবাধিকার সংগঠন ও কর্মী বিএনপির এজেন্ডা হিসেবে কাজ করছে। তারা মিথ্যাচার করে বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুর্ণ করছে। তিনি বলেন, মানবাধিকারের নামে মিথ্যাচার করবে আর তাকে আইনেরও আওতায় আনা যাবে না এটা তো আইন হতে পারে না। মিথ্যাচার করলে আইনের আওতায় আনা যুক্তিযুক্ত। কামরুল ইসলাম বলেন, জামায়াত বিএনপি সন্ত্রাস চালাচ্ছে। তারা রাজনীতির নামে জনগণকে বিভ্রান্ত করছে। তারা দেশকে ও দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে লিপ্ত হয়েছে।
সংগঠনের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় আইনপ্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।-ডিনিউজ
বুধবার জাতীয় প্রেস কাবের হলরুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘অপপ্রচার ও ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের চেতনাকে বাধাগ্রস্ত করা যাবে না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, যারা দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা অন্যায়ভাবে ইন্টারনেটে বিদেশী বিভিন্ন ছবি বাংলাদেশী বলে প্রচার করে জনগনের মাঝে বিভ্রান্তি ছাড়াচ্ছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। বিরোধী দল সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে তার জবাব দিতেই বিলবোর্ডের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশানা সম্পাদক বলেন, আমরা বিলবোর্ড কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে বিলবোর্ড লাগিয়েছিলাম। আমাদের বিলবোর্ডে উন্নয়নের কথা থেকে শুরু করে দাঁড়ি-কমার কোনো ভুল আছে কিনা পারলে তা প্রমাণ করুন। শুধু ঢাকা শহরে নয় সারা দেশে উন্নয়নের বিলবোর্ড লাগানো হবে বলেও জানান মন্ত্রী। মানবাধিকারের নামে মিথ্যাচার করলে আইনি ব্যবস্থা নেয়া হবে জানিয়ে কামরুল ইসলাম বলেন, একশ্রেণীর মানবাধিকার সংগঠন ও কর্মী বিএনপির এজেন্ডা হিসেবে কাজ করছে। তারা মিথ্যাচার করে বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুর্ণ করছে। তিনি বলেন, মানবাধিকারের নামে মিথ্যাচার করবে আর তাকে আইনেরও আওতায় আনা যাবে না এটা তো আইন হতে পারে না। মিথ্যাচার করলে আইনের আওতায় আনা যুক্তিযুক্ত। কামরুল ইসলাম বলেন, জামায়াত বিএনপি সন্ত্রাস চালাচ্ছে। তারা রাজনীতির নামে জনগণকে বিভ্রান্ত করছে। তারা দেশকে ও দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে লিপ্ত হয়েছে।
সংগঠনের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় আইনপ্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।-ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়