ঢাকা : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান মোতাবেক যতক্ষণ নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন।
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের বিকল্প নির্বাচন। অনেকে আশঙ্কা করেন, নির্বাচন না হলে অসাংবিধানিক শক্তি ক্ষমতায় বসতে পারে। আমরাও মাঝে মাঝে আশঙ্কা করি। কিন্তু সংবিধান মোতাবেক কেউ যদি অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করতে চায় তাহলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং শাস্তিও পেতে হবে। এটা সংবিধানে লিপিবদ্ধ আছে।
মোবারক আলী সিকদারের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, এফডিসির মহাপরিচালক পীযুষ বন্দোপাধ্যায়কৃষক লীগের সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের শাহে আলম মুরাদ, জোটের অরুণ সরকার রানা প্রমুখ।---ডিনিউজ
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের বিকল্প নির্বাচন। অনেকে আশঙ্কা করেন, নির্বাচন না হলে অসাংবিধানিক শক্তি ক্ষমতায় বসতে পারে। আমরাও মাঝে মাঝে আশঙ্কা করি। কিন্তু সংবিধান মোতাবেক কেউ যদি অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করতে চায় তাহলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং শাস্তিও পেতে হবে। এটা সংবিধানে লিপিবদ্ধ আছে।
মোবারক আলী সিকদারের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, এফডিসির মহাপরিচালক পীযুষ বন্দোপাধ্যায়কৃষক লীগের সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের শাহে আলম মুরাদ, জোটের অরুণ সরকার রানা প্রমুখ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়