আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 'বডি ল্যাঙ্গুয়েজ বীভৎস ও কুৎসিত’।
"দয়া করে আপনি (মির্জা ফখরুল) সংযত হয়ে কথা বলুন,” রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে নিয়ে 'মন্তব্য' করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এমন মন্তব্য করেন কামরুল।
আইন প্রতিমন্ত্রী বলেন, “পাঁচ সিটিতে জয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তালমাতাল হয়ে গেছেন। যেভাবে তিনি কথা বলছেন তাতে মনে হয় রাজনীতি ক্লাবে পরিণত হয়েছে। তার প্রতি আমার করুণা হয়।”
আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয় হবে সজিব ওয়াজেদ জয় এর এমন বক্তব্যকে সমর্থন করে কামরুল বলেন, “জয় যথার্থই বলেছেন। বাংলাদেশে আপনাদের আর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই।”
কামরুল আরও বলেন, “জামায়াত নিবন্ধন বাতিলের পরে আদালতের প্রতি সন্মান দেখিয়ে আপিল করেছে, এর পরেই আবার এ রায়ের প্রতি অনাস্থা জানিয়ে দুই দিনের হরতাল দিয়েছে জামায়াত। বুঝতে পারছি না তারা প্রকৃতপক্ষে কী করতে চায়।”--পরিবর্তন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়