:: মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ::
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমাতে গতি নিয়ন্ত্রণ যন্ত্র স্পিডগান (গতি মাপার যন্ত্র) ব্যবহার করে অভিযুক্ত চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমাতে গতি নিয়ন্ত্রণ যন্ত্র স্পিডগান (গতি মাপার যন্ত্র) ব্যবহার করে অভিযুক্ত চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৫ জন চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রনে রাখার জন্য গোড়াই মহাসড়ক পুলিশ সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার ধেরুয়া নামক স্থানে যানবাহনের গতি নিয়ন্ত্রনের জন্য স্পিডগান ব্যবহার শুরু করে।
মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজ মিয়া “এ ধরণের পদক্ষেপের ফলে মহাসড়কে দুর্ঘটনা” কমে আসবে বলে মন্তব্য করেন। তাছাড়া গ্রাম বাসিরাও চায়, ‘মহাসড়কে প্রতিনিয়ত স্পিডগান ব্যবহার হোক।’
মির্জাপুরের গোড়াই মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম বলেন,“বেপরোয়া গতিতে চলাচলকারী যানবাহনের চালকদের নামে মামলা করা হয়েছে।”---পরিবর্তন
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়