Wednesday, August 7

জাপানে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত


জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ প্রিফেকচার ওকিনাওয়াতে একটি মার্কিন সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, সোমবার স্থানীয় সময়বিকেল ৪টায় একটি মার্কিন এইচএইচ ৬০ হেলিকপ্টারটি মার্কিন নৌ ঘাঁটি ক্যাম্প হানসেন এর কম্পাউন্ডের ভেতর বিধ্বস্ত হয়েছে।
তবে ঘাঁটির বাইরে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ১০৬ নং গেটের নিকট দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়ছিলো। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনায় স্থানীয় অধিবাসীদেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইৎসুনোরি ওনোদেরা সাংবাদিকদেরকে জানিয়েছেন, চারজনক্রুর মধ্যে তিনজন ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। চতুর্থজন আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা জানা যায়নি।
সূত্র: সিএনএন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়