ঢাকা : পিতামাতার চাপের মুখে বাংলাদেশে এসে ব্রিটিশ নাগরিক অনেক বাংলাদেশি মেয়েকে নিজের অনিচ্ছায় বিয়ের পিঁড়িতে বসতে হয়। ব্রিটেনের নাগরিকত্ব লাভের আশায় সিলেটে পাত্রদের কাছে লন্ডনী কন্যা যেন সোনার হরিণ। তবে ব্রিটিশ সরকার এ ধরণের জোর পূর্বক বিয়ে ঠেকাতে এবার পুরোপুরি হার্ডলাইনে।
ব্রিটিশ হোমস অফিসের পরিসংখ্যানে গত বছর সংঘটিত ফোর্স ম্যারেজের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। লম্বা ছুটির সময় বাংলাদেশে বেড়াতে এনে নিজের সন্তানদের বিয়ে দেয়ার প্রবনতা দেখা যায় অনেক প্রবাসীর। ফোর্স ম্যারেজের শিকার অনেক সন্তান পিতামাতাকেও ত্যাগ করছেন। তাদেরই একজন শাহিনা।
শুধু তাই নয়, ফোর্স ম্যারেজের ভয়ে এখনো পালিয়ে বেড়াচ্ছে অনেকে।
এ ধরণের ঘটনা ঠেকাতে ব্রিটিশ সরকার, সেখানকার স্কুল শিক্ষক, চিকিৎসক ও বিমানবন্দরের কর্মকর্তাদের সচেতন থাকতে নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে ফোর্সড ম্যারেজ ইউনিটকেও।
ব্রিটেনে ফোর্স ম্যারেজে বাধ্য করা হলে এখন থেকে পিতামাতাদের জরিমানার পাশাপাশি জেলও খাটতে হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ফোর্সড ম্যারেজের কড়া সমালোচনা করেছেন।
ফোর্স ম্যারেজ ঠেকাতে স্থানীয় ব্রিটিশ দূতাবাসগুলোও সক্রিয় রয়েছে সবসময়।
তবে পিতামাতারা সচেতন হলে ফোর্স ম্যারেজ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন ব্রিটেনে বসবাসরত কমিউনিটির বিশিষ্ট জন।
গত ৫ আগস্ট রাতে সিলেটের একটি আবাসিক এলাকা থেকে র্যাব বাংলাদেশি বংশোদ্ভুত ১৭ বছর বয়সী ব্রিটিশ কিশোরী ফাতেমা বিবিকে জোরপূর্বক বাল্য বিবাহ থেকে উদ্ধার করে।--ডিনিউজ
ব্রিটিশ হোমস অফিসের পরিসংখ্যানে গত বছর সংঘটিত ফোর্স ম্যারেজের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। লম্বা ছুটির সময় বাংলাদেশে বেড়াতে এনে নিজের সন্তানদের বিয়ে দেয়ার প্রবনতা দেখা যায় অনেক প্রবাসীর। ফোর্স ম্যারেজের শিকার অনেক সন্তান পিতামাতাকেও ত্যাগ করছেন। তাদেরই একজন শাহিনা।
শুধু তাই নয়, ফোর্স ম্যারেজের ভয়ে এখনো পালিয়ে বেড়াচ্ছে অনেকে।
এ ধরণের ঘটনা ঠেকাতে ব্রিটিশ সরকার, সেখানকার স্কুল শিক্ষক, চিকিৎসক ও বিমানবন্দরের কর্মকর্তাদের সচেতন থাকতে নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে ফোর্সড ম্যারেজ ইউনিটকেও।
ব্রিটেনে ফোর্স ম্যারেজে বাধ্য করা হলে এখন থেকে পিতামাতাদের জরিমানার পাশাপাশি জেলও খাটতে হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ফোর্সড ম্যারেজের কড়া সমালোচনা করেছেন।
ফোর্স ম্যারেজ ঠেকাতে স্থানীয় ব্রিটিশ দূতাবাসগুলোও সক্রিয় রয়েছে সবসময়।
তবে পিতামাতারা সচেতন হলে ফোর্স ম্যারেজ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন ব্রিটেনে বসবাসরত কমিউনিটির বিশিষ্ট জন।
গত ৫ আগস্ট রাতে সিলেটের একটি আবাসিক এলাকা থেকে র্যাব বাংলাদেশি বংশোদ্ভুত ১৭ বছর বয়সী ব্রিটিশ কিশোরী ফাতেমা বিবিকে জোরপূর্বক বাল্য বিবাহ থেকে উদ্ধার করে।--ডিনিউজ
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়