Wednesday, August 7

সাগরে লঘুচাপের প্রভাব, বৃষ্টিপাতের সম্ভাবনা

সাগরে লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার এক বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সোমবার পটুয়াখালীতে ৩৭ সেন্টিমিটার, দিনাজপুরে ২৭ সে.মি., মংলাতে ১৪ সে.মি., যশোর ১৪ সে.মি. এবং বগুড়ায় ২০ সে.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে অধিদফতর। 

বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলিসিয়াস হতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৪. ৮ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে অধিদফতের পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া সকল নৌযানকে সাবধানে চলাচলা করতে আবহাওয়া অধিদপ্তর বুলেটিনে বলা হয়েছে। --পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়