Friday, August 2

ভারতে ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়লো

ভারতে রাষ্ট্রচালিত জ্বালানি বিক্রেতারা ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এ নিয়ে দেশটিতে গত দুই মাসে টানা পাঁচ বার দাম বাড়লো।
বুধবার মধ্যরাতের দিকে মূল্য বাড়ানোর এ ঘোষণা দেওয়া হয়। স্থানীয় করের হিসাব বাদ দিয়েই প্রতি লিটারে পেট্রোলে ৭০ পয়সা এবং ডিজেলে ৫০ পয়সা বাড়ানো হয়।
তবে করের হিসাব ধরলে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৮৮ পয়সা। ফলে আগের ৭৭.৭৬ রুপি থেকে দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৮.৬৪ রুপি। আর ডিজেলের দাম লিটারে বেড়েছে ৫৮ পয়সা। এতে এক লিটার ডিজেলের দাম ৫৫.১৬ রুপি থেকে বেড়ে হয়েছে ৫৫.৭৪ রুপি।
ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, লিটারে পেট্রোলের দাম ৭০ পয়সা বাড়াতে হয়েছে। এর ফলে গত জুন থেকে এ পর্যন্ত জ্বালানিটির জন্য সাধারণ মানুষের খরচ বাড়ল লিটারে মোট ৬.৮২ রুপি (কর বাদ দিয়ে)।
জুনের পর এটি হলো পঞ্চম বারের মতো পেট্রোলের দাম বৃদ্ধি। ১ জুনে ভ্যাট বাদ দিয়ে ৭৫ পয়সা বাড়ানো হয়। এরপর ১৬ জুনে এর সাথে প্রতি লিটারে আরো ২ রুপি বাড়ানো হয়।
২৯ জুন বৃদ্ধি পায় ১.৮২ রুপি এবং ১৫ জুলাই বাড়ানো হয় ১.৫৫ রুপি বাড়ানো হয়।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়