Thursday, August 8

সরকার পতনের দাবিতে উত্তাল তিউনিসিয়া

আরব বসন্তের প্রথম দেশ তিউনিসিয়া আবারো সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। হাজার হাজার জনগণ ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানীতে জড়ো হয়ে এ বিক্ষোভ করে।
সম্প্রতি একজন বিরোধী রাজনৈতিক নেতার হত্যার পর এ আন্দোলন শুরু হয়। এ বিক্ষোভের মধ্য দিয়ে মিশরের পর এবার তিউনিসিয়ায় ইসলাম সমর্থিত সরকারের পতন আন্দোলন বেগবান হল।
রাস্তায় নেমে এসে বিক্ষোভ করতে থাকা এসব আন্দোলনকারীদের একটাই দাবি, ইসলামপন্থি সরকারের পতন। এ বিক্ষোভের মাধ্যমে দেশটির জাতীয় পরিষদও স্থগিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ । বার্দো স্কয়ারে বিক্ষোভকারীদের একটাই স্লোগান: এই সরকারের পতন চায় জনগণ।
মঙ্গলবার রাজধানী তিউনিসে মধ্যমপন্থি উদার ইসলামি আন্দোলন এন নাহদার সরকার পতনের আন্দোলনে কমপক্ষে ৪০ হাজার মানুষ জড়ো হয়।
বিরোধীদলের নেতাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এ সংখ্যা এক পর্যায়ে ১ থেকে ২ লাখে দাঁড়ায়।
২৫ জুলাই দেশটির পার্লামেন্ট সদস্য ও বিরোধী দলের নেতা মোহামেদ ব্রাহমিকে হত্যার পর এ আন্দোলন তুঙ্গে ওঠে।
একইসঙ্গে বামপন্থী রাজনৈতিক নেতা শকরি বেলাইদের হত্যার ছয় মাস পূর্ণ হওয়ায় এই বিক্ষোভ শুরু করে সরকারবিরোধীরা৷
তবে সরকারবিরোধীরা দাবি করছে, এই হত্যার পেছনে সংস্কারপন্থী ইসলামি দল এন্নাহদার হাত রয়েছে।
জাতীয় সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট মুস্তাফা বেন জাফর জানান, সরকার এবং বিরোধী দলের মধ্যে আলোচনা না হওয়া পযর্ন্ত পরিষদের সদস্যরা তাদের সব কাজ বন্ধ রাখবেন৷ একইসাথে এসময় সবাইকে সংলাপে অংশ নেয়ার আহ্বান জানান তিনি৷
তবে সরকার পদত্যাগ না করলে সরকারের সাথে কোনো সংলাপে যাবে না বলে এরই মধ্যে সাফ জানিয়ে দিয়েছেন বিরোধী দলের বেশিরভাগ সদস্য৷
২০১১ সালে তৎকালীন শাসক বেন আলির পতনের পর দেশের প্রথম নির্বাচনে ইসলামপন্থি এন্নাহদা পার্টি বিজয়ী হয় সরকার গঠন করে।
সূত্র: আল আহরাম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়