মিশরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে উৎখাতের ফরে সৃষ্ট সংকট নিরসনে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
বুধবার এক বিবৃতিতে দেশটির সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার এ ঘোষণা দিয়েছে।
মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনায়প্রকাশ করা সরকারি বিবৃতিতে বলা হয়, ১০ দিন আগে শুরু হওয়া কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার জন্য দেশটির সরকার মুরসির মুসলিম ব্রাদারহুডকে দায়ী করে।
মঙ্গলবার কায়রোয় মার্কিন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন ওলিন্ডসে গ্রাহাম মুরসির উৎখাতকে ‘সেনাঅভ্যুত্থান’বলে অভিহিত করার পর কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ বলা হল।
বিবৃতিতে বলা হয়,মিশরে চলমান রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে নেয়া কূটনৈতিক উদ্যোগের প্রথম পর্ব ব্যর্থ হয়েছে।
৩ জুলাই প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতের পর থেকে তার সমর্থকেরাপ্রতিবাদ-বিক্ষোভ করে আসছেন। তাদের দাবি মুরসিকে তার পদে ফিরিয়ে আনলেই কেবল তারা বাড়ি ফিরে যাবেন।
এ প্রতিবাদে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েকহাজার মানুষ।
সূত্র: বিবিসি
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়