Wednesday, August 14

ভালুকায় দলিল লিখককে হত্যা


ভালুকা (ময়মনসিংহ): ভালুকা উপজেলার নারাঙ্গী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার দুপুরে আবু জাকারিয়া মিন্টু (৪০) নামে এক দলিল লিখককে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা।  
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার সময় সকাল ১১টার দিকে ওই গ্রামের শামছুল হক মাস্টারের ছেলে দলিল লিখক আবু জাকারিয়া মিন্টু বাড়ির পার্শ্বে নছু মিয়ার ভিটা সংলগ্ন তাদের আমন ধানক্ষেত দেখতে যায়। এ সময় প্রতিপক্ষ ছমেদ ও জামালের নেতৃত্বে ১০/১২ জনের একটি সশস্ত্র দল তাকে চারদিকে ঘিরে ফেলে এবং দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে গুরুতর জখম করে। খবর পেয়ে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় মিন্টুকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহতের বড় ভাই শওকত আলী বাদল জানান, দীর্ঘদিন যাবত ছমেদ গংদের সাথে জমি জমা নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলে আসছিল। ঘটনার সময় তার ভাইকে একা পেয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়