Friday, August 2

প্রাণভিক্ষা পেলেন ৫ বাংলাদেশি

:: মঈন উদ্দিন সরকার, কুয়েত ::


কুয়েতে কর্মরত দুই বাংলাদেশি শ্রমিককে হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত বাংলাদেশের পাঁচ প্রবাসী 

নাগরিককে প্রাণভিক্ষা দিয়েছেন কুয়েতের আমীর
বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা জানান, হত্যাকান্ডের শিকার নিহতদের আত্বীয়দের কাছ থেকে ক্ষমাপত্র এবং বাংলাদেশের রাষ্ট্রপতির প্রাণভিক্ষার অনুরোধপত্র কুয়েতের আমীরের কাছে দাখিল করে বাংলাদেশ দূতাবাস। ।
কুয়েতের ফান্তাসে ২০০৭ সালের জুলাই মাসে ঢাকা দোহার থানার শ্রীনগর গ্রামের সামসুদ্দিনের পুত্র ফজলকে হত্যা করা হয়। হত্যার অভিযোগে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চরভাবাশুর গ্রামের ফিলু শেখের পুত্র আব্দুল আলিম, মাগুরা সদর থানার বাগবাড়ে গ্রামের লুৎফর রহমান বিশ্বাসের পুত্র তবিবুর বিশ্বাস এবং ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জেলার নবীনগর থানার ধারাব হ্যাংগা গ্রামের ফজু মিয়ার পুত্র মকবুলকে মৃত্যুদন্ড দেয় কুয়েতের উচ্চ আদালত।
এছাড়া ২০০৬ সালের জানুয়ারী মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর চিলোকুট গ্রামের সাঈদ আলীর পুত্র আক্তার হোসেনকে হত্যার দায়ে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মাইজের মেলা গ্রামের নবীনাজ মিয়ার পুত্র তোজাম্মেল হোসেন এবং চুনারুঘাট থানার সনখলা গ্রামের মারফত উল্লাহর ছেলে মাশুক মিয়াকে মৃত্যুদন্ড দেয় কুয়েতের উচ্চ আদালত।
কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা জানান, কুয়েতের আমীর এক আদেশের বলে পাঁচজনের প্রাণভিক্ষা দেন।--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়