Monday, August 5

মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া

ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১০ দিনের সৌদি আরাব সফর শেষে শেষে আগামীকাল মঙ্গলবার দেশে ফিরবেন। আগামীকাল বিকাল ৫টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে। 

সোমবার বিকেলে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। দলীয় সূত্রে জানা যায়, এ সফরকালে তিনি পবিত্র ওমরাহ পালন ছাড়াও সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে রাজকীয় এক ইফতার মাহফিলে যোগদান করেন। তিনি গত ২৭ জুলাই সৌদি আরব যান। ৩১ জুলাই তিনি ওমরাহ পালন করেন।

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়সূত্রে জানা যায়, সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রজকীয় অতিথি হিসেবে তিনি সেদেশে সফর করেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ, সৌদি আরবে বেগম জিয়ার বিশেষ দূত এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত আলোকচ্চিত্রী নূরুদ্দীন আহমেদ নুরু ও একজন গৃহকর্মী।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়