ঢাকা : যুক্তরাষ্ট্র আগামীকাল বৃহস্পতিবারই সিরিয়ায় হামলা শুরু করতে পারে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে। যুক্তরাজ্য আজ বুধবার রাতেই সিরিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা চেয়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের কাছে একটি প্রস্তাব পাঠাচ্ছে। আর সিরিয়া জানিয়েছে, আক্রান্ত হলে তারা প্রতিরোধ গড়ে তুলবে। ব্রিটিম প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ট্যুইটারে জানিয়েছেন, সিরিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় ক্ষমতা চেয়ে একটি প্রস্তাব বুধবার রাতে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের এক বৈঠকে উত্থাপন করা হবে। এর আগে জাতিসঙ্ঘ অস্ত্র পরিদর্শকদের একটি দল ২১ আগষ্টের কথিত রাসায়নিক হামলার তদন্তের কাজ শুরু করেছে। জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নিরাপত্তা পরিষদের কাছে আবেদন জানিয়েছেন। মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা মঙ্গলবার এনবিসি নিউজকে বলেছেন, যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার থেকে সিরিয়ায় তিন দিনের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে পারে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করতে কিংবা তার সামরিক ক্ষমতা হ্রাস করতে এই আক্রমণ হবে তার প্রতি একটি বার্তা। যুক্তরাষ্ট্র মনে করছে, ২১ আগস্টের রাসায়নিক অস্ত্র হামলাটি বাশার সরকারই চালিয়েছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সংশয়হীনভাবে বলা চলে, সিরিয়ায় শিশু, নারী ও পুরুষেরা রাসায়নিক অস্ত্রের শিকার হচ্ছে। আর এতেও কোনো সন্দেহ নেই যে এই জঘন্য কাজের জন্য দায়ী সিরিয়ার সরকার। তবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জে ক্যারনে মঙ্গলবার আবারো জোরালোভাবে বলেছেন, হোয়াইট হাউজ আসাদ সরকারকে উৎখাতের কথা বিবেচনা করছে না। সাংবাদিকদের কাছে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, যেসব বিকল্প বিবেচনা করা হচ্ছে, তাতে সরকার পরিবর্তনের বিষয়টি নেই। তবে তিন দিন ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পরবর্তী লক্ষ্য নির্ধারণ করা হবে বলে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা এনবিসিকে জানিয়েছেন। ভূমধ্য সাগরীয় এলাকায় মোতায়েন নৌবাহিনীর ডেস্ট্রয়ার বা সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম বলেছেন, তার দেশ আক্রান্ত হলে তারা প্রতিরোধ গড়ে তুলবেন। রাসায়নিক অস্ত্র ব্যাবহারের অভিযোগকে ভিত্তিহীন বলে বর্ণনা করে দামেস্কে এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন। সাম্প্রতিক সংকট নিয়ে দামেস্কে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবার পর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম বিবিসি অ্যারাবিককে ইংরেজি ভাষায় একটি সাক্ষাতকার দেন, যেখানে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যেসব দেশ বলছে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যাবহার করা হয়েছে তারা পারলে তাদের জনগণের কাছে প্রমাণ দেখাক। ওয়ালিদ আল মুয়াল্লেমের এসব বক্তব্য এসেছে মূলত যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক অভিযানে প্রস্তুতি সম্পন্ন করবার ঘোষণা দেবার পর। হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানাচ্ছেন সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে চলতি সপ্তাহেই একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে তারা। এদিকে, সিরিয়া সংকটে ব্রিটেনের ভূমিকা কি হবে সেই প্রসঙ্গে ভোটাভুটির জন্য আগামীকাল দেশটিতে পার্লামেন্টের অধিবেশন ডাকা হয়েছে। তবে সিরিয়ায় সামরিক হস্তেেপর বিরোধিতা করে হুশিয়ারি দিয়েছে চীন, রাশিয়া ও ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঘটনাপ্রবাহ যেদিকে যাচ্ছে তাতে হয়তো বিষয়টি শুধু সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পুরো অঞ্চলকেই যুদ্ধে জড়িয়ে ফেলবে।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়