Friday, August 23

তৃতীয় লিঙ্গের আইনি স্বীকৃতি দিলো জার্মানি

ঢাকা: তৃতীয় লিঙ্গের আইনি স্বীকৃতি দিলো জার্মানি ট্রান্সজেন্ডারদের লিঙ্গ বৈষম্যের কথা জোরেশোরেই আলোচিত হয়ে আসছিল ইউরোপে।

তাদের নথিপত্রে লিঙ্গ 'অনির্দিষ্ট' লেখা থাকায় ধীরে ধীরে উত্তাল হয়েঠিল সচেতন মহল। এবার ইউরোপের প্রথম দেশ হিসেবে জার্মানিতে ট্রান্সজেন্ডারদের আইনি স্বীকৃতি মিলল অবশেষে।৷

একটি জার্মান সংবাদপত্রের দেওয়া খবর অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হতে চলেছে পরিবর্তিত এই ব্যবস্থা৷ বিভিন্ন খবরে প্রকাশ, গত ৭ মে সিভিল স্ট্যাটাস আইনের সংশোধনী হিসেবে এই প্রস্তাব পাশ করায় জার্মানির পার্লামেন্ট৷ দেশের উচ্চতম আদালতের একটি রায়ের পরিপ্রেক্ষিতেই এসেছে এই সিদ্ধান্ত৷

ওই রায়ে বলা হয়, প্রতিটি মানুষ যেভাবে নিজের লিঙ্গ পরিচয়কে জানেন, ঠিক সেভাবেই আইনের চোখে স্বীকৃতি পাওয়া তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে৷

তবে কিছু জটিলতার কথাও উঠে এসেছে এতে। যাদের লিঙ্গ পরিচয়ের জায়গা ফাঁকা রাখা হবে, তারা বিদেশভ্রমণে আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন তারা৷

এছাড়া সমলিঙ্গ বিবাহের ক্ষেত্রেও আইনি স্বীকৃতি নেই জার্মানিতে। সে ক্ষেত্রে তৃতীয় লিঙ্গ পরিচয়ের মানুষজন বিয়ে করলে তারা বিপরীত লিঙ্গ দম্পতিদের মতোই আইনি সুযোগ-সুবিধা আদৌ পাবেন কি না, সে প্রশ্নের কোনও সদুত্তর নেই আইনে। তাই বেশ ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হবে বলে মনে করছেন অনেকে।

ডিনিউজবিডি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়