রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১ হাজার পিস প্যাথেডিন ইনজেকশন ও ১ কেজি গাঁজাসহ সুজন নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে তাকে আটক করে র্যাব-১০ এর সদস্যরা।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মিফতাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল মিরহাজিরবাগ এলাকার রাস্তায় অভিযান চালিয়ে সুজনকে প্যাথেডিন ও গাঁজাসহ আটক করে।
তিনি জানান, সুজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে সে বস্তিতে থেকে মাদক বেচা-কেনা করে আসছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন জানান, তিনি ওই সব দ্রব্য নিয়ে দয়াগঞ্জ বস্তিতে যাচ্ছিলেন। --পরিবর্তন
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়