Thursday, August 29

বিদেশিদের উদ্দেশে নাসিম: বন্ধু হয়ে থাকুন,প্রভু হওয়ার চেষ্টা করবেন না

ঢাকা : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বিদেশিদের উদ্দেশে বলেছেন, 'বন্ধু হয়ে থাকুন, প্রভু হওয়ার চেষ্টা করবেন না।'

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে তাঁতী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে এই শোক দিবসের আলোচনা সভার আয়োজন করে।

নাসিম বলেন, 'বিদেশি বন্ধুদের বলতে চাই, আপনারা আমাদের বন্ধু, বন্ধু হয়েই থাকুন। প্রভু হওয়ার চেষ্টা করবেন না। রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি।'

নির্বাচন কমিশনের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আপনারা স্বাধীন ও শক্তিশালী কমিশন। কারো পরামর্শ শুনবেন না। প্রয়োজনে আপনাদের আরো ক্ষমতা দেয়া হবে। অহেতুক কারো পরামর্শ শুনবেন না।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সাড়ে ছয় হাজারের বেশি নির্বাচন সম্পন্ন করেছে। একটি নির্বাচন নিয়েও কেউ অভিযোগ তুলতে পারেনি। ইতোমধ্যে কমিশন মানুষের আস্থা অর্জন করেছে। প্রধানমন্ত্রীও বলেছেন, সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনে আপনাদের (নির্বাচন কমিশনকে) আরও ক্ষমতা দেয়া হবে।

বিএনপিকে প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান মোহাম্মদ নাসিম। তিনি তাদের বলেন, জনগণের কাছে থাকলে চাইলে জামায়াত-শিবির, হেফাজতের সঙ্গ ত্যাগ করুন। তাহলে হয়ত জনগণ আপনাদের আস্থায় নিতেও পারে। আর তা না হলে আপনারা ইতিহাসের আস্তকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। অহেতুক মাঠ গরম করবেন না। জামায়াত-শিবির, হেফাজতকে মাঠে নামাবেন না।

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র বলেন বলেন, সঠিক সময়েই নির্বাচন হবে। আমরা এ লক্ষে কাজ করে যাচ্ছি। আপনারাও প্রস্তুতি নিন। আমাদের নেত্রী সাড়ে চার বছরের যে উন্নয়ন করেছেন তা দেখিয়ে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাওয়া হচ্ছে। আমরাও ১ তারিখ থেকে ১৫টি টিম পাড়া-মহল্লা, গ্রামে গ্রামে যাবো। আমাদের ভুলত্রুটি থাকতে পারে। তা শুধরে আগামীতে ক্ষমতায় আসতে চাই। যে উন্নয়ন দেশে হয়েছে-তার আলোকেই জনগণ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

মহানগর দক্ষিণ তাঁতী লীগের সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সোবহান গোলাপ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, তাঁতী লীগের আহ্বায়ক এনাজুর রহমান, যুগ্ম আহবায়ক খগেন্দ্র নাথ প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়