Monday, August 19

বিহারে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মৃত ৩৫

কলকাতা : বিহারের ভামরা ঘাট ষ্টেশনে দ্রতগামী ট্রেনের ধাক্কায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে যাত্রী পরাপারের সময়ই ধামরা ষ্টেশনের ওপর দিয়ে দ্রুত বেগে ছুটে যাচ্ছিল রাজ্যরানী এক্সপ্রেস। রাজ্যরানী এক্সপ্রেসের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আশঙ্কা জনক অবস্থায় বেশকয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ফলে মৃত্যুর সংখা বাড়তে পারে।
সূত্রে খবর ১২৫৬৭ আপ রাজ্যরানী এক্সপ্রেশটি বিহারের শহস্র থেকে পাটনা যাচ্ছিল। কিন্তু এই এক্সপ্রেসটি ভামারা ঘাট ষ্টেশনে না দাঁড়িয়ে লাইনে ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর দিয়ে চলে যাওয়ায় এই দুর্ঘটনা বলে জানা গেছে। মৃতদের মধ্যে বেশিরভাগই তীর্থযাত্রী। 
দুর্ঘটার পরই স্থানীয় বাবিসন্দা এবং যাত্রীরা লাইনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। ভাঙচুর চালান হয় ষ্টেশন মাস্টারের ঘরে, মারধর করা হয় রেলের কর্মীদেরও। 
দুর্ঘটনার পরই ঘটনাস্থলের উদ্যেশ্যে রওনা দিয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। উদ্ধারকার্যে পাঠানো হয়েছে দমকল, বিপর্যয় মোকাবিলা দল, রিলিফ ট্রেনকে। দুর্ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে ওই শাখার ট্রেন চলাচল।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়