:: চটগ্রাম প্রতিনিধি ::
সন্দ্বীপ চ্যানেলের মাঝপথে যাত্রীবাহী ট্রলার থেকে সাগরে পড়ে শিশুসহ ৬ যাত্রী নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে ট্রলারটি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাচ্ছিল।
সন্দ্বীপ চ্যানেলের মাঝপথে যাত্রীবাহী ট্রলার থেকে সাগরে পড়ে শিশুসহ ৬ যাত্রী নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে ট্রলারটি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাচ্ছিল।
মদিনা নামক ট্রলারটি সীতাকুণ্ড থেকে থেকে শতাধিক যাত্রী নিয়ে সন্দ্বীপ যাওয়ার পথে উত্তাল সমুদ্রে ট্রলারটি একদিকে কাত হয়ে যায়। ফলে ৩০ থেকে ৩৫ জন যাত্রী সমুদ্রে ছিটকে পড়ে।
পরে আশপাশের অন্যান্য ট্রলার ও স্পিড বোট দিয়ে বেশ কিছু যাত্রীকে উদ্ধার করা হয়। যাত্রীরা সবাই সন্দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ যাত্রীদের স্বজনেরা ছয় জন নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানিয়েছেন। তারা হলেন, মাইতভাঙ্গা ইউনিয়নের জাহেদ চৌধুরি ও সামশুল আলম, মগধরা ইউনিয়নের বেরিবাঁধ এলাকার রাশেদা বেগম, তার সাত বছর বয়সী কন্যা পিংকি ও পাঁচ বছরের লিজা এবং মুঠোপুর ইউনিয়নের হামিদ হোসেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন জানান, অবৈধভাবে মালবাহী ট্রলারে যাত্রী পরিবহনের অভিযোগে ঘাটের ম্যানেজারকে আটক করা হয়েছে।---পরিবর্তন
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়