জাতির উদ্দেশে নির্বাচন পরবর্তী ভাষণ দিতে যাচ্ছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। জুলাই মাসে অনুষ্ঠিত দেশটির নির্বাচনে মুগাবের ‘যানু পার্টি’ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মুগাবের দল ২১০ আসনের মধ্যে ১৬০ আসন পায়।
‘দ্য মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ’এর অন্যতম পুরোধা দেশটির প্রধানমন্ত্রী মর্গান সাঙ্গারাই রবার্ট মুগাবের এ ভাষণ ও অনুষ্ঠানকে বয়কটের ঘোষণা দিয়েছেন। মর্গান সাঙ্গারাইয়ের দলটি ইতোমধ্যে নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে।
মুগাবে রাজধানী হারারেতে ‘হিরোজ ডে’ উপলক্ষে এ ভাষণ দেবেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।
হিরোজ ডে’জিম্বাবুয়ের গৌরবময় একটি দিন । ১৯৮০ সালে দেশটির স্বাধীনতা যুদ্ধে যে সকল মানুষ আত্ম-উৎসর্গ করেছেন তাদের স্মরণে প্রতিবছর দিনটি উদযাপন করা হয়।
সূত্র : বিবিসি
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়