জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কানাইঘাটে ব্যবসা প্রতিষ্ঠান ও ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন বরাবরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, সরকারী নির্দেশনা থাকা সত্ত্বেও ঐদিন কানাইঘাট পৌর শহরের ব্যাংক-বীমা ও প্রেসক্লাব ছাড়া অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় নাই। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কানাইঘাট সদরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করতে আসা মুক্তিযোদ্ধারা পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত দেখতে না পেয়ে বিস্ময় ও হতাশা ব্যক্ত করেন। এ ব্যাপারে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শেখ শামসুল হক বৃহস্পতিবার ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়