ঢাকা : সন্ত্রাসীদের ছুরিকাঘাতে লন্ডনে আজমল আলম নামে এক বাংলাদেশি তরুণ নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার রাতে পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত পপলার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক সন্দেহভাজন হামলাকারীরে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর পরই ঘটনাস্থলে ছুটে যান টাওয়ার হেমলেটের সাবেক মেয়রসহ অন্যান্য বাংলাদেশি কমিউনিটির নেতারা। আজমলের মৃত্যুতে তার পরিবার ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ কর্মকর্তা জানান, আজমল তার ৩ বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। পপলারের স্পে স্ট্রিটে একদল দাঙ্গাবাজের হামলার মুখে পড়েন তারা। এ সময় হঠাৎ করেই কোনো রকম উস্কানি ছাড়াই মুখোশ পরা ৫/৬ জন দুষ্কৃতকারী তাদের ওপর হামলা চালায়। এতে আজমল ও তার এক সঙ্গী ছুরিকাঘাত আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই আজমল মারা যান। নিহত বাংলাদেশি তরুণ আজমল স্থানীয় পার্ক স্কুলের শিক্ষার্থী ছিলেন।---ডিনিউজ
স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ কর্মকর্তা জানান, আজমল তার ৩ বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। পপলারের স্পে স্ট্রিটে একদল দাঙ্গাবাজের হামলার মুখে পড়েন তারা। এ সময় হঠাৎ করেই কোনো রকম উস্কানি ছাড়াই মুখোশ পরা ৫/৬ জন দুষ্কৃতকারী তাদের ওপর হামলা চালায়। এতে আজমল ও তার এক সঙ্গী ছুরিকাঘাত আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই আজমল মারা যান। নিহত বাংলাদেশি তরুণ আজমল স্থানীয় পার্ক স্কুলের শিক্ষার্থী ছিলেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়