Thursday, August 29

সিরিয়ায় হামলা হলে ছারখার হয়ে যাবে ইসরাইল: ফিরোজাবাদি

ঢাকা : ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল হাসান ফিরোজাবাদি বলেছেন, সিরিয়ায় অবৈধ সামরিক আগ্রাসনের পরিণতিতে ইহুদিবাদী ইসরাইলের ওপর ভয়াবহ প্রভাব পড়বে।

তিনি বলেন, সিরিয়ায় যে কোন সামরিক আগ্রাসনে ইহুদিবাদী অঞ্চলটি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সিরিয়ার ওপর মার্কিন ষড়ডন্ত্রমূলক ততপরতার প্রতিবাদে আজ বৃহস্পতিবার এক ভাষণে এসব কথা বলেন তিনি।

আমেরিকার এ আগ্রাসী ততপরতার পরিপ্রেক্ষিতে শীর্ষ এ সামরিক কমান্ডার হুঁশিয়ার করে বলেন, এতে মানবতার ভীষণ ক্ষতি হবে এবং তা শুধুমাত্র মুসলিম জনগণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, সিরিয়ায় যুদ্ধ চাপিয়ে দেয়ার জন্য আমেরিকা, ব্রিটেনসহ অন্যান্য পক্ষকেও এ জন্য চরম মাসুল দিতে হবে।

সিরিয়ায় আগ্রাসন শুরুর পর থেকে দীর্ঘ সময় দেশটির জনগণ ও সশস্ত্র বাহিনী উচ্চ মাত্রার প্রতিরোধকামী মানসিকতা দেখিয়েছে বলে মন্তব্য করেন ফিরোজাবাদি।

এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর ভয়াবহ বিপর্যয় চাপিয়ে দেয়ার জন্য আমেরিকার নিন্দা জানিয়ে এ সমস্যা সমাধানে মার্কিন চিন্তাবিদ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানান।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়