নিজস্ব প্রতিবেদক:
সনাতন ধর্মালম্বীদের প্রাণপুরুষ ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে কানাইঘাটে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে আজ বুধবার দিনভর নানা কর্মসূচির মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়। সকাল ১১টায় কানাইঘাট সনাতন যুব সংঘ, পুজা উদযাপন পরিষদসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে কানাইঘাট উপজেলা সদরে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জন্মাষ্টমীর শোভা যাত্রা বের হয়। শোভা যাত্রাটি কানাইঘাট বাজার সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রায়গড় গ্রামের নিকুঞ্জন দাস মহাশয়ের বাড়ীতে গিয়ে শেষ হয়। সেখানে বেলা ১২টায় জন্মাষ্টমীর আলোচনা সভা, গীতাযজ্ঞ, শ্রীমম্ভাগবত পাঠ এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়। সনাতন যুব সংঘ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি শ্রী ভজন লাল দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন দাসের পরিচালনায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথীর উপর বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি প্রভাতী রাণী দাস, কানাইঘাট হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দূর্গা কুমার দাস, সাধারণ সম্পাদক হরিপদ শর্মা, পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার সলীল চন্দ্র দাস, মাষ্টার সুদিপ্ত কুমার চক্রবর্তী, ভানু লাল দাস, মতিলাল দাস, সুজিত দাস, সুমন চন্দ, লিটন চন্দ, রজত দাস প্রমুখ। এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে অনূরূপভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে কানাইঘাটে জন্মাষ্টমী পালিত হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়