Tuesday, August 13

দুমকিতে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক কিশোরী


দুমকি (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে মাদ্রাসা ছাত্রী জেসমিন নামের এক কিশোরী। রবিবার বেলা ১১টায় উপজেলার পাঙ্গাশিয়া আল-মদীনা আলিম মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী জেসমিনের গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে ভেঙ্গে দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। 
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের কাঞ্চন শিকদারের কিশোরী কন্যা আল-মদীনা মহিলা মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী জেসমিন আক্তারের সাথে খলিশাখালী গ্রামের জনৈক মিজানুর রহমানের সাথে পারিবারিক সমঝোতায় বিয়ে হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, দুমকি থানার এএসআই বিমলসহ প্রশাসনের একটি টিম মাদ্রাসা সংলগ্ন শিকদার বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে ভেঙ্গে দেন। পরে উভয় পক্ষের অভিভাবকদের ডেকে কন্যার ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়। উভয় পক্ষের লোকজন নিজেদের ভুল স্বীকার করে বিয়ে অনুষ্ঠান ত্যাগ করে চলে যান। পাঙ্গাশিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়