Friday, August 23

এখনো সময় আছে দেশের সংকট নিরসন করুন: জয়নুল আবদিন ফারুক

ঢাকা: প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘এখনো সময় আছে, খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে আলোচনার মাধ্যমে দেশের সংকট নিরসন করুন।’
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় সভায় তিনি এ ঘোষণা দেন। বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগের অধীনে দেশে কোনো নির্বাচন করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়ে খালেদা জিয়ার নির্বাচনী কৌশলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেন আমরা নাকি পানসে কর্মসূচি দিয়েছি। এটা পানসে নয় বরং এটা তার কৌশল।' খালেদা জিয়ার রাজনৈতিক কৌশল বুঝতে আওয়ামী লীগের আরও দুইশ বছর লাগবে বলে মন্তব্য করেন তিনি।


বিরোধী দলীয় চিফ হুইফ আরও বলেন, ‘আপনারা বলেন, দেশে বিদ্যুতের উন্নয়ন করেছেন, বিলবোর্ডের উন্নয়ন করেছেন সব উন্নয়নের মালিক আপনারা। আপনারা যখন এতোই জনপ্রিয় তবে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দেন না কেন?’ 


আওয়ামী লীগকে আগামী সংসদে তত্ত্বাবধায়ক বিল আনার অনুরোধ জানিয়ে ফারুক বলেন, ‘আপনারা আমাদেরকে বিল আনতে বলেন, আমরা সংসদে সংখ্যাগরিষ্ঠ নই। এ বিল আপনাদেরকে এনে সংকট নিরসন করতে হবে।’ 


যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আওয়ামী লীগের জীবন এখন লাইফ সাপোর্টে রয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জর্জকোর্ট, বিশেষকোর্ট ও মুজিবকোর্ট সব তাদের সঙ্গে একাকার হয়ে গেছে।’


পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন আসম মোস্তফা কামাল, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদ হোসেন সেলিম, সাবেক সংসদ সদস্য রহিমা খন্দকার, স্বাধীনতা ফোরাম সভাপতি আবুনাছের মো. রহমত উল্লাহ প্রমুখ।


ডিনিউজবিডি/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়