Tuesday, August 27

৪ অক্টোবর মেডিকেল ভর্তি পরীক্ষা

ঢাকা : আগামী ৪ অক্টোবর দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা বলেন, ৪ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ফরম বিক্রি চলবে।

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ বিষয়ে এক বৈঠকের পর বলেছিলেন, “আমরা ঈদের আগেই ভর্তি প্রক্রিয়া শেষ করতে চাই। এ কারণে অক্টোবরের প্রথম সপ্তাহেই ভর্তি পরীক্ষা নেয়া হবে। তারিখ পরে জানিয়ে দেয়া হবে।”

মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) দুই পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যেসব শিক্ষার্থী জিপিএ-৮ পেয়েছেন, তাঁরাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। দেশের ২২টি সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা দুই হাজার ৮১১টি, আর ৫৩টি বেসরকারি মেডিকেল কলেজে আসন চার হাজার ২৪৫টি। এ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল বিভাগে আসনসংখ্যা ৫৬৭টি। 

বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়