Sunday, August 4

আফিয়াকে ফিরিয়ে আনতে কাজ করছে পাকিস্তান

যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি পাকিস্তানের স্নায়ু বিজ্ঞানী ড. আফিফাকে দেশে ফিরিয়ে আনতে গঠিক টাস্কফোর্স কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে টাস্কফোর্স বেশকিছু প্রস্তাবনা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দি এক্সপ্রেস ট্রিবিউনকে শুক্রবার বলেছেন, "আফিফাকে ফিরিয়ে আনার ব্যাপারে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ওইসব প্রস্তাব অনুসারেই অগ্রসর হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।"
তিনি আরও জানিয়েছেন জেদ্দা থেকে ফিরে এসে তিনি এসব প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের আগে মন্ত্রিসভায় আলোচনা করবেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে এ ব্যপারে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে টেলিফোনেও আলাপ করার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর অনুমোদন পাবার পরই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ড. আফিফাকে প্রত্যর্পণের ব্যাপারে ঈদের আগেই আনুষ্ঠানিক চিঠি পাঠাবে।
পাকিস্তানের পররামন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন এ বিষয়টি খুব সহজ হবে না। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোন ধরনের বন্দিবিনিময় চুক্তি নেই।
তবে এ ব্যাপারে কোন বহুপাক্ষিক চুক্তি সম্পাদন করতেও চার থেকে পাঁচ মাস সময় লাগবে। ওই কর্মকর্তা বলেছেন প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই পরাষ্ট্রমন্ত্রণালয় এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ শুরু করবে।
এদিকে, সম্প্রতি আল কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরি মার্কিন নিয়ন্ত্রণাধীন বন্দিদের যেকোন মূল্যে মুক্ত করার ঘোষণা দিয়েছে। ওই ঘোষণায় জাওয়াহিরি আফিয়া সিদ্দিকিকেও মুক্ত করার কথা বলেন।
এরফলে আফিয়াকে যুক্তরাষ্ট্র থেকে মুক্ত করে পাকিস্তানে ফিরিয়ে আনার বিষয়টি নতুন করে জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ডন, এক্সপ্রেস ট্রিবিউন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়