Monday, August 12

ছেলের হাতে বাবা খুন, মা গুরুতর আহত

:: গোবিন্দগঞ্জ প্রতিনিধি ::
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হাতে খুন হয়েছেন বাবা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা জারিনা বেগম। 
এলাকাবাসীর বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মেহেদী রাসেল জানান, উপজেলার মালঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাককে (৬৫) তার ছেলে এনামুল হক (৩০) হাসুয়া নিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এ সময় মা জারিনা বেগম (৫০) ছেলেকে বাধা দিতে এলে তাকেও কোপানো হয়। আহত অবস্থায় রাজ্জাক ও জারিনাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক রোববার সকালে মারা যান। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়