Tuesday, August 20

একতরফা নির্বাচনে যাচ্ছে না জাতীয় পার্টি


ঢাকা: বিএনপি অংশ না নিলে একতরফা নির্বাচনে যাবে না এরশাদের জাতীয় পার্টি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতকে বাদ দিয়ে সমমনা ইসলামী দলগুলোকে নিয়ে আলাদা মোর্চা গঠন করার উদ্যোগ নিয়েছে জাপা। দলের সিনিয়র নেতারা জানিয়েছেন, সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগে, জাপা মহাজোট ছাড়ার কথা ভাবছে না।

রাজনীতির মাঠে বিভিন্ন সময়ে নিজের অবস্থান জানান দিয়ে বারবার আলোচনায় আসেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। কখনো মহাজোট ছাড়ার হুশিয়ারি, কখনো এককভাবে নির্বাচনের হাঁকডাক আবার কখনো মহাজোটে থেকেই সরকারের সমালোচনা করে বারবার সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। রোববার দলের প্রেসিডিয়াম বৈঠকে এবার একতরফা কোন নির্বাচনে অংশগ্রহন না করাসহ নেয়া হলো নতুন কয়েকটি সিদ্ধান্ত।

রাজনীতির সমীকরণে প্রয়োজনে এরশাদের নেতৃত্ত্বে নতুন রাজনৈতিক মোর্চা গঠনের কথা জানিয়েছেনে দলটির সিনিয়র নেতাদের অনেকে। জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলছেন, এককভাবে নির্বাচনের লক্ষ্যে বাড়ানো হয়েছে সাংগঠনিক তৎপরতা।

তবে জাপা যাই করুক, চূড়ান্ত সিদ্ধান্তটি এরশাদই নেবেন সন্দেহ নেই।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়