নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার এবং সিলেট জেলা বিএনপির সভাপতি এম.ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে সিলেটে জেলায় ডাকা সকাল সন্ধ্যা হরতাল কানাইঘাটে সর্বত্র শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আজকের হরতালকে সফল করার লক্ষ্যে ভোর থেকে পৌর বিএনপি ও সেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাদের নেতৃত্বে উপজেলা ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, স্বেচ্ছাসেবকদল, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদল ও জাসাসের নেতাকর্মীরা পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ পৃথকভাবে কানাইঘাট বাজার, সড়কের বাজার, চতুল বাজার, গাছবাড়ী বাজার, সুরাইঘাট বাজার, রাজাগঞ্জ বাজার, বোরহান উদ্দিন বাজার, বাঘা পরগণা বাজার, বড়দেশ বাজারসহ কানাইঘাট-দরবস্ত এবং গাজী বুরহান উদ্দিন সড়কের বিবিন্ন স্থানে পিকেটিং ও মিছিল করে। দুপুর ১২টায় হরতালের সমর্থনে কানাইঘাট বাজারে একটি মিছিল বের হয়। মিছিল পরবর্তী পূর্ব বাজারে দলীয় কার্যালয়ের সামনে পৌর ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সচিব ও পৌর বিএনপির সভাপতি ইফজালুর রহমানের সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সচিব পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তি পরিষদ নেতা কাউন্সিলার শরিফুল হক, আজিজুল হক, হাজী জসীম উদ্দিন, মখলিছুর রহমান, থানা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক জিএম কামাল, মিজানুর রহমান সবুজ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, রাশিদুল হাসান টিটু, নজরুল ইসলাম, থানা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক শায়িক আহমদ, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি খছরুজ্জামান, থানা শ্রমিকদলের আহ্বায়ক জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক এবাদুর রহমান, জাফর, শরীফ, পৌর শ্রমিকদলের আহ্বায়ক আবিদ রহমান, যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, ডালিম, স্বেচ্ছাসেবকদল নেতা ওয়াসিম, সেলিম, আফতাব উদ্দিন, মিনহাজ, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম, ছাত্রদল নেতা সুহেল, নেওয়াজ, বাছিত, জাবেদ, বদরুল, রিয়াজ, আইশাম, মঞ্জুর, কয়সর, শিমুল, জাহেদ প্রমুখ। হরতাল চলাকালে দুর পাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। সরকারী অফিস, ব্যাংক-বীমা খোলা থাকলেও উপস্থিতি ছিল একেবারে কম। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌরশহর সহ বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। তবে হরতালকারীদের সাথে কোন ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায় নি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়