Friday, August 16

মিশরে গণহত্যা: উদ্বেগ প্রকাশ করে সর্ব সম্মত প্রস্তাব পাস সংসদে

ঢাকা : পাকিস্তানের জাতীয় সংসদ মিশরে রাজপথের বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগে উদ্বেগ প্রকাশ করে সর্ব সম্মত প্রস্তাব গ্রহণ করেছে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাহেবজাদা তারিকুল্লাহ উত্থাপিত এ প্রস্তাবে মিশরের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পাক সংসদ পুরো সমর্থন ঘোষণা করেছে। একই সঙ্গে নিরীহ ও নিরস্ত্র মানুষের ব্যাপক প্রাণহানি ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এদিকে পাক পররাষ্ট্র দফতরও নিরীহ মানুষদের ওপর মিশরিয় কর্তৃপক্ষের অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা করেছে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ১৪ আগস্টের রক্তক্ষয়কে মিশরের গণতন্ত্রের পথে উত্তরণের ক্ষেত্রে বড় বাঁধা বলে উল্লেখ করা হয়েছে।

এতে মিশরের প্রথম অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিসহ সব রাজবন্দিকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়