সিরিয়ায় সেনাবাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষে ৩০ জন নিহতের হয়েছে। রোববার রাতে ভূমধ্যসাগর উপকূলবর্তী প্রদেশ লাটাকিয়া’র জাবাল আকরাদ পর্বতমালায় এই সংঘর্ষ হয়। নিহতের মধ্যে ১২ জন বিদ্রোহী এবং বাকি ১৯ জন আসাদ সমর্থিত বাহিনীর সদস্য।
যোদ্ধাদের আল-কায়েদার সাথে সম্পৃক্ত ইসলামিক ব্রিগেডের সদস্য বলে মনে করা হচ্ছে। ভিডিও ফুটেজে দেখে এরকম ধারণা করা হচ্ছে। রোববার বিদ্রোহীরা ওই পর্বতের বারৌদা নামক এক আল-ওয়াইট সম্প্রদায়ের গ্রামে হামলা চালায়।
প্রসঙ্গত, সুন্নী মুসলিমদের নিয়ে গঠিত বিদ্রোহীরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে আসাদ সমর্থিত বাহিনীর বিরুদ্ধে। দেশটির ক্ষমতাসীন একনায়ক প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ নিজে সংখ্যালঘু আল-ওয়াইত সম্প্রদায়ের।
বছর দুয়েক আগে শুরু হওয়া জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করলে বিদ্রোহ দানা বেধে ওঠে আসাদের বিরুদ্ধে।
সূত্র: এনডিটিভি
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়