Tuesday, August 6

চার বছরের শিশু মেয়র পুনঃনির্বাচিত

এখনও স্কুলে ভর্তি না হলেও চার বছর বয়সেই মেয়র হিসেবে পুনঃ নির্বাচিত হয়েছে রবার্ট ববি টাফট। যুক্তরাষ্ট্রের মিনেসোটার ছোট শহর ডরসেটের মেয়র হিসেবে রোববার সে পুনঃনির্বাচিত হয়। গত বছর তিন বছর বয়সেই সে প্রথম নির্বাচিত হয়েছিল। স্থানীয় মিডিয়া সূত্রে জানা গেছে, বার্ষিক ভাবে উদযাপিত টেস্ট অব ডরসেট ফেস্টিভ্যালে টাফটের নাম আবারও উত্থাপন করার পর সে ছোট পর্যটন শহরে পুনঃনির্বাচিত হয়। টাফটের কোন নগর সরকার নেই। কারণ ওই ছোট শহরের জনসংখ্যা মাত্র ২২ থেকে ২৮ জন। মন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা শহরে অবস্থান করা বা না করার ওপরই জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে। মেয়র ভোটের জন্য ব্যয় করতে হয় মাত্র ১ ডলার। তাই শহরের বাসিন্দারা যে যত খুশি ভোট দিতে পারেন। শহরের বিভিন্ন স্থানে ভোট সংগ্রহের জন্য ব্যালট বাক্স স্থাপন করা হয়। আর এ ভোটের মাধ্যমে যে অর্থ উঠে আসে সেটা ডরসেট শহরের বাসিন্দাদের জন্য আয়োজিত বার্ষিক উৎসব আয়োজন করতেই খরচ করা হয়। নতুন মেয়র নির্বাচিত করতে মেয়র টাফট উৎসবে উপস্থিত জনতার মধ্য থেকেই একজনকে বেছে নেন। এরপর তার চোখ বেঁধে পাত্রে রাখা প্রার্থীদের নামের মধ্যে একটি নাম তুলে নিতে বলা হয়। নিজের পূরণ নির্বাচিত হবার খবরটি টাফট আইসক্রিম খাওয়ার মাধ্যমেই উদযাপন করেছে। টাফটের  মা ইমা টাফট স্বীকার করেছেন যে, পুনঃনির্বাচনের পর সাক্ষাৎকার দিতে দিতে টাফট কিছুটা ক্লান্ত। প্রথম বছর নির্বাচিত হয়ে টাফট বেশ সফলতার স্বাক্ষর রেখেছে। সামার ওয়াক আয়োজনের মাধ্যমে নেস ৭৫০ ডলারের তহবিল সংগ্রহ করেছে। আর এ বছরের বার্ষিক উৎসব থেকে অর্জিত অর্থ সে একটি চ্যারিটি সংস্থায় দেয়ার পরিকল্পনা করেছে।--মানবজমিন ডেস্ক

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়