Sunday, August 18

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার হাত বদল হোক : নজরুল ইসলাম

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার হাত বদল হোক। আর এজন্য প্রয়োজন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আমাদের আগামী দিনের লড়াই জনগণের বিজয়ের লড়াই।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ডুবন্ত নৌকায় যত বেশি নড়াচড়া হবে, তত তাড়াতাড়ি নৌকা ডুববে। সরকার জনগণের প্রতি ভরসা না পেয়ে সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায়। জনগণ যাকেই পছন্দ করুক না কেন, আওয়ামী লীগকে পছন্দ করে না।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘পৃথিবীর কোথাও সংসদ বহাল রেখে নির্বাচন করার নজির নেই। সরকার গায়ের জোরে নির্বাচন করতে চাইলে জনগণ তা প্রতিহত করবে।’

তত্ত্বাবধায়ক সরকার চাইলে নির্বাচনই হবে না প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, সংবিধানে সুস্পষ্ট বলা আছে যুদ্ধ বা অস্থিতিশীল অবস্থা বিরাজ করলে, তা স্বাভাবিক অবস্থা ফিরে আসা না পর্যন্ত নির্বাচন হবে না। কিন্তু বর্তমানে দেশের সেই অবস্থা সৃষ্টি হয়নি।

রফিকুল বলেন, ‘প্রধানমন্ত্রী তার বক্তব্য বাস্তবায়ন করতে চাইলে আবারো সংবিধান পরিবর্তন করে, নির্বাচন না দেয়ার বিধান রেখে আইন পাস করতে হবে। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে সেই অধিকার দেয়নি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. আফম ইউসুফ হায়দার, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, পেশাজীবী নেতা ও বিশিষ্ট চলচিত্রকার চাষী নজরুল ইসলাম, ইউনির্ভাসিটি শিক্ষক অ্যাসোসিয়েশনের মহাসচিব তাহমিনা আক্তার টপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া প্রমুখ।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়