Tuesday, August 13

'রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধে কমিশন গঠন করা হোক'

দেশের সকল রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধে একটি স্বতন্ত্র কমিশনের গঠনের পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। 
সোমবার দুপুরে ঢাকা রির্পোর্টাস ইউনিটিতে আয়োজিত এক আলোচনায় সভায় এ মন্তব্য করেন তিনি।

‘জাতীয় গণতান্ত্রিক লীগ’ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে। 
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে।
আরেফিন সিদ্দিক বলেন, রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধে একটি কমিশন থাকা দরকার যাতে কখনোই দেশে এ ধরণের হত্যাকাণ্ড আর না ঘটে। 
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে কারা জড়িত ছিল তা খুঁজে বের করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আইনের শাসন ও গনতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাইলে অবশ্যই সকল হত্যাকাণ্ডের বিচার করতে
হবে। ---পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়