Monday, August 19

দলীয় কর্মী আহতের মামলায় কানাইঘাট ছাত্রলীগ-যুবলীগের ৯ নেতাকর্মীর জামিন লাভ ॥ একজন জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক:
 গত ৭ জুলাই কানাইঘাট ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সৃষ্ট সংঘর্ষের ঘটনার  জের ধরে কানাইঘাট বাজারে এক যুবলীগ কর্মী গুরুতর আহতের ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়কসহ যুবলীগ-ছাত্রলীগের ৯ নেতাকর্মী আজ সিলেটের নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে কানাইঘাট বাজারে ভাঙ্গচুরের সময় যুবলীগ কর্মী ফোরস্ট্রোক চালক বিষ্ণুপুর গ্রামের মঞ্জুর আহমদ (২০) ছুরিকাঘাতে রহস্যজনক ভাবে গুরুতর আহত হয়। এ ঘটনায় আহতের ভাই ছাত্রলীগ নেতা মাসুম আহমদ বাদী হয়ে ৮ জুলাই কানাইঘাট থানায় এ ঘটনার জন্য উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন সহ ১০ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার আসামীরা উচ্চ আদালত থেকে আগাম ৪ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ মামলার আসামী যুবলীগ-ছাত্রলীগের ১০ নেতাকর্মী সিলেটের নিম্ন আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত ৯ নেতাকর্মীর জামিন মঞ্জুর করে যুবলীগ নেতা মাহবুবুর রহমান (২৫) কে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জামিনে মুক্তিপ্রাপ্ত উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন জানান, অজ্ঞাতনামাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত যুবলীগ কর্মী মঞ্জুরের উপর হামলার ঘটনার সাথে দলের কোন নেতাকর্মীর সম্পৃক্ততা না থাকার পরও দলের মধ্যে গ্রুপিং  ও বিভেদ তৈরি করার জন্য তাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করা হয়। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়