Wednesday, August 7

সিলেটে নিজের বাল্যবিবাহ ঠেকালো ব্রিটিশ কিশোরী


সিলেটে নিজের বাল্যবিবাহ ঠেকালো বাংলাদেশী বংশোদ্ভুত এক ব্রিটিশ কিশোরী। ওই কিশোরীর মা সহ অন্য আত্মীয়স্বজনরা তাকে একটি বাড়ীতে জোর করে আটকে রেখে বিয়ের জন্য চাপ সৃষ্টি করছিল। সে এসএমএসের মাধ্যমে বিষয়টি র‌্যাব-৯ কে জানালে সোমবার রাত পৌঁনে ১টায় তাকে উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, শাহপরান থানাধীন ইসলামপুর মেজরটিলা প্যারাগন আবাসিক এলাকার প্যারাগন ডি/এফ, ৫ম তলা থেকে ফাতেমা বিবি (১৭) নামক ওই কিশোরীকে র‌্যাব উদ্ধার করে। ফাতেমা জানায়, তার বয়স ১৭ বৎসর। কিন্তু তাকে জোর পূর্বক আটকে তার মতের বিরুদ্ধে মা সহ অন্য আত্মীয়স্বজনরা বিয়ের চাপ সৃষ্টি করে। মেয়েটি র‌্যাব অধিনায়ককে বেশ কয়েকটি এসএমএসের মাধ্যমে বিষয়টি অবহিত করে। 

এসএমএসে সে উল্লেখ করে তাকে দ্রুত উদ্ধার না করলে সে আত্মহত্যা করবে। র‌্যাব অধিনায়ক এসএমএস গুলো সিলেটে অবস্থিত কনসুলার অফিসে প্রেরণ করেন। এ খবর জেনে ব্রিটিশ এ্যাম্বাসি কিশোরীকে উদ্ধারের জন্য একটি টিম প্রেরণ করে। এ টিমকে নিয়ে র‌্যাব অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। সে এখন ব্রিটিশ এ্যাম্বাসির হেফাজতে রয়েছে। তাকে দ্রুত লন্ডন পাঠানো হবে বলে সিলেটস্থ ব্রিটিশ কনসুলেট অফিস জানিয়েছে।

এ ঘটনায় কিশোরী শাহপরান থানায় একটি জিডি (নম্বর-১৭৮) এন্ট্রি করেছে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়