Sunday, August 25

মসজিদকে ইহুদি উপাসনালয় বানাচ্ছে ইসরাইল

ঢাকা: ইহুদিবাদী ইসরাইল বাইতুল মোকাদ্দাসের (জেরুজালেম) একটি ঐতিহাসিক মসজিদকে ইহুদি উপাসনালয়-সিনাগগে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে।
মুসলিম ঐতিহ্যবাহী নগরী বাইতুল মোকাদ্দাসকে ইহুদিকরণের লক্ষ্যে এ পদক্ষেপ নিচ্ছে দখলদার ইসরাইল। নগরীর উত্তর-পশ্চিম অংশে অবস্থিত আন-নবী সামুয়েল পাড়ায় অবস্থিত মসজিদটিতে মুসলমানদের প্রবেশের ওপর এরইমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


১৮ শতকে নির্মিত মসজিদটি ফিলিন্তিনিদের জন্য একটি পবিত্র স্থাপনা হিসেবে বিবেচিত। ১৯৯৪ সালে ইহুদিবাদী ইসরাইল প্রথম এ ঐতিহাসকি মসজিদটি দখল করে এর অর্ধেককে সিনাগগে রূপান্তরিত করে। ওই বছর ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ ওই এলাকার ওপর নিয়ন্ত্রণ হারায়। চলতি মাসের গোড়ার দিকে মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দাউদ নবী মসজিদকেও সিনাগগ করার ঘোষণা দেয় ইসরাইল।


ইহুদিবাদী ইসরাইল গত কয়েক দশক ধরে জেরুজালেমখ্যাত বাইতুল মোকাদ্দাস শহরকে ইহুদিকরণের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
সম্প্রতি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংস্থা- পিএলও’র সিনিয়র কর্মকর্তা আহমেদ কুরাই বাইতুল মোকাদ্দাসের আরব পরিচিতিগুলো মুছে ফেলার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দেন। তিনি বলেন, মসজিদসহ অন্যান্য স্থাপনা ধ্বংস বা ইহুদি উপাসনালয়ে পরিবর্তনের ফল ভালো হবে না।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়