নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল এবং পরের দিনের সকাল-সন্ধ্যা হরতালে নাশকতার আশংকায় কানাইঘাট থানা পুলিশ গত রোববার রাতে কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসা পয়েন্টে এক অভিযান চালায়। এসময় একটি চায়ের রেষ্টুরেন্ট থেকে জামায়াত শিবির সন্দেহ ৮ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তপূর্বক জামায়াত শিবিরের সাথে সম্পৃক্ত নয় ৫ জনকে পুলিশ ছেড়ে দেয়। বাকি ৩ জনকে জামায়াত শিবির কর্মী সনাক্ত করে নাশকতার আশংকায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নন্দিরাই গ্রামের কালা মিয়ার পুত্র জামায়াত কর্মী শাহাজাহান (৩০), সোনারতালুক গ্রামের মনির মিয়ার পুত্র সিরাজ উদ্দিন (৩২) এবং লামাপাড়া গ্রামের ময়না মিয়ার পুত্র শিবির নেতা হাফিজ মাহবুবুর রহমান (২৬)। এদেরকে ৫৪ধারায় আসামী দেখিয়ে আজ সোমবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এদিকে টানা দু’দিনের হরতালের সমর্থনে সোমবার দুপুর ১২টায় কানাইঘাট বাজারে মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়