কানাইঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক) এর সভাপতি, কানাইঘাট বজার পারুল হোমিও ফার্মেসীর মালিক, কানাইঘাট সদর ইউপির বীরদল আগফৌদ গ্রাম নিবাসী সমাজসেবী ডাঃ হোসেইন আহমদ আজ রোববার সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ওমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..........রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ৬মেয়ে, ১ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর হোসেইন আহমদের জানাজার নামাজ বীরদল এনএম একাডেমীর মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ছাড়াও কয়েক হাজার মানুষ শরীক হন। পরে তার লাশ গ্রামের গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এদিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ঠ কমিউনিটি নেতা কানাইঘাট ডাঃ মুজম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল হোসেইনের শ্বশুর সমাজমেবী ডাঃ হোসেইন আহমদের মৃত্যুতে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সাংসদ মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরী, কানাইঘাট-জকিগঞ্জ বিএনপির সমন্বয়কারী মামুনুর রশীদ মামুন, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এমএ হান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান মাস্টার ফয়জুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনিসুল আলম, বর্তমান কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলীম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক হোসেইন আহমদ, সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, সাংবাদিক মাহবুবুর রশিদ, এডভোকেট মামুন রশীদ, মাষ্টার শাহাব উদ্দিন, উপজেলা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, বীরদল এনএম একাডেমীর প্রধান শিক্ষক জার উল্লাহ,সহকারী প্রধান শিক্ষক কলামিষ্ট মহিউদ্দিন প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়