Friday, August 2

'মুজিব কোট গায় দিয়ে জয় বরিশালের ভাষায় বক্তব্য দিয়েছেন'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে বক্তব্য শিখানো হচ্ছে।
তিনি বলেন, বলেন, "কিভাবে বক্তব্য দিতে হয় এবং মুজিব কোট গায় দিয়ে জনসভায় যেতে হয়, তা শেখানোর পরও রংপুরের জনসভায় ভুল করে বরিশালের ভাষায় বক্তব্য দিয়েছেন তিনি (জয়)।"
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে তারেক রহমান সর্ম্পকে 'কটূক্তি'র প্রতিবাদে আয়োজিত সভায় এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে বাবার পথ অনুসরণ করার পরামর্শ দিয়ে হান্নান শাহ বলেন, "বাবার পথ অনুসরণ করুন। তা না করে মায়ের পথ অনুসরণ করলে সুপ্রিম কোর্টের ভাষায় এদেশের মানুষ  আপনাকে 'রং হেডেড' বংশের উত্তরাধীকারী বলবে।"
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে নিয়ে আসছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
এছাড়া বুধবার র‍্যাবের তথাকথিত ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা তারেক হত্যার সমালোচনাও করেন তিনি। ক্রসফায়ারে নিহত হবার একদিন আগে তারেক প্রকাশ্যে হত্যা করে তার বন্ধু যুবলীগ নেতা রিয়াজ আহমেদ মিল্কীকে।
এ প্রসঙ্গে হান্নান শাহ্ বলেন, "মিল্কি হত্যার ঘটনায় কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসতে পারে। সেই ভয়েই সরকার ক্রসফায়ারে তারেককে হত্যা করেছেন। এটা একটা নাটক।"
সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, "যুবলীগ নেতা তারেককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার কথা। তিনি খিলক্ষেত গেলেন কীভাবে? তারেকের ক্রসফায়ার নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এটা কি ক্রসফায়ার নাকি নিজেদের ফায়ার?"
আওয়ামী লীগ মন্দ কাজ করে বিএনপির উপর চাপায় বলেও মন্তব্য করেন  তিনি।
   
হান্নান শাহ বলেন, "আওয়ামী লীগ মিথ্যাচার করে প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়।  তাদের প্রতিটি কেলেঙ্কারির প্রমাণ দেশের জনগণের আছে। আগামী নির্বাচনে জয়ী হতে আওয়ামী লীগ যে নীলনকশা করছে তা জয়ের বক্তব্যের মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে।"

বিএনপি’র সময় মসজিদের আযান হতনা প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, "দেশের মানুষ জানে প্রধানমন্ত্রী ধর্ম নিয়ে কেমন অসৎ ও ডাহা মিথ্যা কথা বলছে।" ---পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়