ঢাকা: মার্কিন প্রশাসন বলেছে, দেশটি প্রয়োজনে জাতিসংঘ এবং মিত্র দেশগুলোর সমর্থন ছাড়াই সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যারি হার্ফ বলেছেন, ওয়াশিংটন সিরিয়ায় হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের বাধা তা থেকে মার্কিন সরকারকে সরাতে পারবে না।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাব তোলা হলে রাশিয়া যে তাতে ভেটো দেবে তা একরকম নিশ্চিত হয়ে রয়েছে। এ অবস্থায় সিরিয়ায় হামলা করতে হলে জাতিসংঘকে পাশ কাটিয়েই তা করতে হবে মার্কিন প্রশাসনকে।
এ সম্পর্কে ম্যারি হার্ফ বলেন, “রাশিয়া যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তার ফলে আমরা বসে থাকতে পারি না। বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ যে, রাশিয়ার তাতে সাড়া দেয়া উচিত ছিল।”----ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়