জাবি: ভর্তি পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিবিরের অপবাদ দিয়ে বিভ্রান্ত করা, বিশ্ববিদ্যালয়ের ভূমি ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংসকরণ ও মিথ্যাচারিতারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ এনে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করে তার পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে মঙ্গলবার ১৩ তম দিনের মত অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এদিকে শিক্ষকদের এ অবরোধ আন্দোলনের কারণে অফিসে প্রবেশ করতে না পেরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা অফিসের সামনে গাছতলায় অফিস সময় কাটাচ্ছে। তাই শিক্ষকদের এ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম স্থগিত রয়েছে।
উপাচার্য বিরোধী আন্দোলন প্রসঙ্গে শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার বলেন, ‘উপাচার্য একজন মিথ্যাবাদী। তিনি বিভিন্ন সময় আমাদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের আশ্বাস দিলেও তা পূরণ না করে আমাদের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। তাই এ রকম মিথ্যাবাদী উপাচার্যকে আমরা সহকর্মী হিসেবে দেখতে চাই না। তাই নৈতিকভাবেই আমরা এ উপাচার্যের পদত্যাগ দাবি করছি।
আন্দোলনের ব্যাপারে শিক্ষক সমিতির নির্বাচিত সদস্য অধ্যাপক ড.শামসুল আলম বলেন, যতদিন না উপাচার্য পদত্যাগ করবে ততদিন আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। --ডিনিউজ
উপাচার্য বিরোধী আন্দোলন প্রসঙ্গে শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার বলেন, ‘উপাচার্য একজন মিথ্যাবাদী। তিনি বিভিন্ন সময় আমাদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের আশ্বাস দিলেও তা পূরণ না করে আমাদের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। তাই এ রকম মিথ্যাবাদী উপাচার্যকে আমরা সহকর্মী হিসেবে দেখতে চাই না। তাই নৈতিকভাবেই আমরা এ উপাচার্যের পদত্যাগ দাবি করছি।
আন্দোলনের ব্যাপারে শিক্ষক সমিতির নির্বাচিত সদস্য অধ্যাপক ড.শামসুল আলম বলেন, যতদিন না উপাচার্য পদত্যাগ করবে ততদিন আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। --ডিনিউজ
খবর বিভাগঃ
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়