ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলার ডাক বাংলা সড়কে গতকাল বুধবার সকালে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু তাহের (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মফিজ উল্যাহর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন সকালে কভার্ড ভ্যান দাগনভূঞা বাজার থেকে ফেনীর দিকে যাচ্ছিল পথিমধ্যে উপজেলার ডাকবাংলা সড়কে পৌঁছা মাত্র বিপরিত দিক থেকে আসা অন্য একটি কভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় সড়কের উপরে দাঁড়িয়ে থাকা ওই যুবকের গায়ের উপরে পড়লে ঘটনাস্থলে সে নিহত হয়। গাড়ি দু’টির ড্রাইভার ও হেলপার অক্ষত রয়েছে।
দাগনভূঞা থানার ওসি নিজাম উদ্দিন জানান, নিহতের পরিবার আইনগত ব্যবস্থা না নিয়ে লাশ দাফনের জন্য এলাকায় নিয়ে যায়। ---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়