ঢাকা: দেশে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলে এখন আর কেউ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মওদুদ বলেন, ‘১৯৭১ সালে কী হয়েছিল, তা নিয়ে জাতিকে বিভক্ত করা ঠিক হবে না। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বলে এখন আর কেউ নেই। দেশের সব মানুষই এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।’
বিএনপির এ নেতা বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা অংশ নেবো না। গত তিন সপ্তাহে সরকারের আচরণ প্রমাণ করেছে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের কোনো আমলেই সুষ্ঠু নির্বাচন হয়নি। ’৭৩ সালে তারাই প্রথম ভোট চুরি করে। মেজর জলিল, রাশেদ খান মেনন ও সুরঞ্জিত সেন গুপ্ত নির্বাচিত হওয়ার পরও তাদের জয়কে ছিনিয়ে নেয়া হয়েছিল।’
মওদুদ অভিযোগ করে বলেন, ‘গাজীপুরে বিএনপি সমথিত প্রার্থীকে পরাজিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মান্নানের পেছনে লেগেছে। এনবিআর সরকারের এজেন্ড হিসেবে কাজ করছে।’
সরকারের বিভিন্ন পদে নিয়োজিত ছাত্রলীগ ও যুবলীগের ৮০ শতাংশ নেতাকর্মীকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে বলে মওদুদ দাবি করেন।
এনপিপির সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফউদ্দিন মনি ও ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন প্রমুখ অংশ নেন।---ডিনিউজ
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মওদুদ বলেন, ‘১৯৭১ সালে কী হয়েছিল, তা নিয়ে জাতিকে বিভক্ত করা ঠিক হবে না। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বলে এখন আর কেউ নেই। দেশের সব মানুষই এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।’
বিএনপির এ নেতা বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা অংশ নেবো না। গত তিন সপ্তাহে সরকারের আচরণ প্রমাণ করেছে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের কোনো আমলেই সুষ্ঠু নির্বাচন হয়নি। ’৭৩ সালে তারাই প্রথম ভোট চুরি করে। মেজর জলিল, রাশেদ খান মেনন ও সুরঞ্জিত সেন গুপ্ত নির্বাচিত হওয়ার পরও তাদের জয়কে ছিনিয়ে নেয়া হয়েছিল।’
মওদুদ অভিযোগ করে বলেন, ‘গাজীপুরে বিএনপি সমথিত প্রার্থীকে পরাজিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মান্নানের পেছনে লেগেছে। এনবিআর সরকারের এজেন্ড হিসেবে কাজ করছে।’
সরকারের বিভিন্ন পদে নিয়োজিত ছাত্রলীগ ও যুবলীগের ৮০ শতাংশ নেতাকর্মীকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে বলে মওদুদ দাবি করেন।
এনপিপির সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফউদ্দিন মনি ও ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন প্রমুখ অংশ নেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়