ঢাকা: থমাস হগাস্টেডের বিদায়ের মাত্র একদিন পর নতুন কোচ পেলেন মারিয়া শারাপোভা। শনিবার নতুন কোচ হিসাবে বিশ্বের সাবেক এক নাম্বার ও আটটি গ্রান্ডস্লাম জয়ী খেলোয়াড় জিমি কনরস কে নিয়োগ করলেন।
শারাপোভা ওয়েরসাইটে বলেন, জিমি কনরস আমার নতুন কোচ হওয়ায় খুশি, অনেক আগে থেকে আমরা পরিচিত। ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনের সময় আমরা একসাথে কিছুদিন কাজ করেছি। আমি তার সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি, সামনের টুর্ণামেন্টে আরও সাফল্য পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। শারাপোভা ২০১০ সাল থেকে সুইডিশ ৪৯ বছর বয়সী থমাস হগাস্টেড এর সাথে কাজ করছেন। তার অধীনে ২০১২ সালে ফরাসী ওপেন জেতার মধ্যে ক্যারিয়ার গ্রান্ডস্লাম জয়ের রেকর্ড করেন। কিন্তু দুই সপ্তাহ আগে এই রাশিয়ান তারকা বিশ্বের ১৩১ নম্বর খেলোয়াড় পর্তুগিজ কোয়ালিফায়ার মিশেল লাচার ডি ব্রিটর কাছে হেরে উইম্বলডন এর দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েন।
শারাপোভা ওয়েরসাইটে বলেন, জিমি কনরস আমার নতুন কোচ হওয়ায় খুশি, অনেক আগে থেকে আমরা পরিচিত। ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনের সময় আমরা একসাথে কিছুদিন কাজ করেছি। আমি তার সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি, সামনের টুর্ণামেন্টে আরও সাফল্য পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। শারাপোভা ২০১০ সাল থেকে সুইডিশ ৪৯ বছর বয়সী থমাস হগাস্টেড এর সাথে কাজ করছেন। তার অধীনে ২০১২ সালে ফরাসী ওপেন জেতার মধ্যে ক্যারিয়ার গ্রান্ডস্লাম জয়ের রেকর্ড করেন। কিন্তু দুই সপ্তাহ আগে এই রাশিয়ান তারকা বিশ্বের ১৩১ নম্বর খেলোয়াড় পর্তুগিজ কোয়ালিফায়ার মিশেল লাচার ডি ব্রিটর কাছে হেরে উইম্বলডন এর দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েন।
ডিনিউজবিডি/সোহেল
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়