Wednesday, July 24

যুক্তরাষ্ট্রে পাড়ি, মেক্সিকোয় ৯ বাংলাদেশি গ্রেফতার

ঢাকা: অবৈধ পথে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার সময় মেক্সিকোর চিয়াপাস প্রদেশ থেকে ৯৪ জনের সঙ্গে নয় বাংলাদেশিকে আটক করা হয়েছে। মেক্সিকো কর্তৃপক্ষ স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

প্রদেশের টাক্সৎলা গুটিয়েরেজ শহরের দক্ষিণে খোঁজ পাওয়া এসব লোকের মধ্যে ১০ জন নেপালি রয়েছেন। তারা সবাই যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার অবৈধ অভিবাসীদের আটকের হার বেড়েছে।

মেক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসীরা অমানবিক পরিস্থিতিতে ভ্রমণ করছিলেন। মেক্সিকোর মধ্যাঞ্চল থেকে আসা ট্রাক চালককে মানবপাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

গুয়াতেমালার হুয়েহুয়েতেনাঙ্গো শহর থেকে ট্রাকটি ছেড়ে আসে এবং মেক্সিকোর টাক্সৎলা গুটিয়েরেজে ট্রাকের এক্স-রে পরীক্ষার পর তাদের গ্রেফতার করা হয়।

কয়েকজন অভিবাসীর হাত-পায়ের জখমের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া অনেকের শ্বাসকষ্ট হচ্ছিল। ট্রাকে অতিরিক্ত লোকের কারণে অসুস্থ হয়ে পড়ে তারা। মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।

চিয়াপাস প্রদেশের প্রসিকিউটর অফিসের মুখপাত্র হেক্টর ফ্লোরেস বলেন, ‘এটা দীর্ঘ ভ্রমণ এবং আক্ষরিক অর্থেই তারা লুকিয়ে যুক্তরাষ্ট্রের যাওয়ার চেষ্টা করছিলেন। অবশ্যই মানুষের ভ্রমণের জন্য এটা অনুকূল পরিবেশ নয়।’

এশিয়া এছাড়া অবৈধ অভিবাসীদের মধ্যে গুয়াতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের নাগরিক রয়েছে। সাত শিশুসহ পুরো দলটিকেই মেক্সিকো থেকে বের করে দেওয়া হবে।

মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের হিসেবে, যুক্তরাষ্ট্রে যেতে সেন্ট্রাল আমেরিকানদের মাথাপিছু চার থেকে পাঁচ হাজার ডলার এবং এশীয় অভিবাসীদের ছয় থেকে আট হাজার ডলার দিতে হয়।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়