ব্রহ্মপুত্র-যমুনার পানি শুক্রবার সকাল থেকে আগামী ৪৮ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা ও মেঘনার পানি বৃদ্ধি পেতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার একথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুক্রবার সকাল ৬টার তথ্য অনুযায়ী বাহাদুরাবাদের যমুনার পানি ১৮ সেন্টিমিটার ও কুড়িগ্রামে ধরলার পানি ২ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের ৭৩টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৪৬টি স্থানে পানি বৃদ্ধি ও ২৪টি স্থানে পানি হ্রাস পেয়েছে। একটি স্থানে পানি স্থিতিশীল রয়েছে এবং ২টি স্থানের খবর পাওয়া যায়নি। ২টি স্থানের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মনু রেলওয়ে ব্রিজে ৬০ মিমি, সিলেটে ৩১ মিমি, খুলনায় ৩৫ মিমি ও কানাইঘাটে ২৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়