Saturday, July 20

কোনো দল বা জোটে যেতে প্রস্তুত নই


ঢাকা: দলের নেতাদের উদ্দেশ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আজ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে আমরা স্ত্রী রওশন এরশাদ, কাজী জাফর ও মহাসচিব বিএনপিতে যাচ্ছে। আর আনিস ও বাবলু যাচ্ছে আওয়ামী লীগে। কেউ আবার প্রশ্ন করে তাহলে এরশাদ কোন দিকে যাচ্ছে। এসব প্রশ্ন আসে কেনো? এই প্রশ্ন যাতে না আসে সেই চেষ্টা করুন। আমরা কোনো দল বা জোটে যাওয়ার জন্য প্রস্তুত নই।’

শুক্রবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি, কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা আমাদের মতো চলবো। রমজানের পর মাঠে-ঘাটে ছড়িয়ে পরবো। আগামী নির্বাচনে আমাদের জয়ী হতেই হবে।’

এরশাদ আরও বলেন, ‘রাজনীতি একটা আবর্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। দেশে কখন, কীভাবে নির্বাচন হবে তা আমরা কিছুই জানি না। জানি না, এই দ্বন্দ্বের অবসান কীভাবে হবে। চারদিন হরতাল চললো। এক্সপোর্ট বন্ধ। বিনিয়োগ বন্ধ। শ্রমিকের বেতন দিতে পারছে না মালিকরা। এর মধ্যে দিয়েই আমরা রমজান পালন করছি।’

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘মানুষ দুই দলকে চায় না। মানুষ তৃতীয় কোনো শক্তিকে চায়। আমরা এখনও জনগণের কাছে যেতে পারিনি। ইনশাআল্লাহ আমরা তৃতীয় নয় প্রধান শক্তিতে পরিণত হবো।’

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, গোলাম হাবিব দুলাল, এসএমএম আলম, ফকির আশরাফ, মীর আব্দুস সবুর আসুদ, আতিকুর রহমান আতিক, জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার প্রমুখ।---বাংলামেইল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়